আরিয়ালুর, ২৭ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আদি তিরুবতীরাই উৎসবের মাধ্যমে মহান চোল সম্রাট রাজেন্দ্র চোল প্রথমের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী মহান চোল সম্রাট রাজেন্দ্র চোল প্রথমকে সম্মান জানিয়ে একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছেন। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটি রাজরাজের বিশ্বাসের ভূমি এবং ইলাইয়ারাজা এই বিশ্বাসের ভূমিতে আমাদের সকলকে শিবভক্তিতে নিমজ্জিত করেছিলেন। আমি কাশীর একজন সাংসদ। আর যখন আমি 'ওম নমঃ শিবায়' শুনি, তখন আমার গা শিউরে ওঠে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চোল রাজারা শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো অঞ্চলের সাথে তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিলেন। এটা কেবল একটি কাকতালীয় ঘটনা যে আমি গতকাল মালদ্বীপ থেকে ফিরে এসেছি, এবং আজ আমি ভাগ্যবান যে এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রীর কথায়, ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে চোল সাম্রাজ্য ছিল ভারতের স্বর্ণযুগের একটি। চোল সাম্রাজ্য গণতন্ত্রের জননী হিসেবে ভারতের ঐতিহ্যকেও এগিয়ে নিয়ে গিয়েছিল। ঐতিহাসিকরা গণতন্ত্রের নামে ব্রিটেনের ম্যাগনা কার্টার কথা বলেন। কিন্তু বহু শতাব্দী আগে, চোল সাম্রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হত। আমরা এমন অনেক রাজার কথা শুনেছি যারা অন্যান্য স্থান জয় করার পর সোনা, রূপা বা পশুপাল নিয়ে আসতেন। কিন্তু রাজেন্দ্র চোল গঙ্গাজল নিয়ে এসেছিলেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমি খুশি যে আজ আবারও কাশী থেকে গঙ্গাজল এখানে আনা হয়েছে। আমি কাশীর জনপ্রতিনিধি, এবং মা গঙ্গার সাথে আমার একটা যোগসূত্র রয়েছে। চোল রাজাদের এই কাজগুলি, তাদের সাথে সম্পর্কিত এই ঘটনাগুলি 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর 'মহাযজ্ঞ'-কে নতুন শক্তি, নতুন শক্তি, নতুন গতি দেয়। প্রধানমন্ত্রীর কথায়, এখন যখন বিশ্ব অস্থিরতা, হিংসা এবং পরিবেশের মতো সমস্যার সাথে লড়াই করছে, তখন শৈব নীতি আমাদের সমাধানের পথ দেখায়। প্রেমই শিব, এবং যদি বিশ্ব আজ এই ধারণা গ্রহণ করে, তাহলে বেশিরভাগ সংকট স্বয়ংক্রিয়ভাবে সমাধান হতে পারে। ভারত এই ধারণাকে এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের আকারে এগিয়ে নিয়ে যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ