নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): বিগত ১১ বছরে গণআন্দোলনে পরিণত হয়েছে 'স্বচ্ছ ভারত মিশন'। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১২৪-তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভোপালের একটি দলকে 'পজিটিভ থিঙ্কিং' বলা হয়। এতে ২০০ জন মহিলা রয়েছেন। তারা কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতাই করেন না, তারা চিন্তাভাবনাও বদলে দেন। শহরের ১৭টি পার্ক একসঙ্গে পরিষ্কার করা, কাপড়ের ব্যাগ বিতরণ করা, তাদের প্রতিটি পদক্ষেপ একটি বার্তা। এই ধরনের প্রচেষ্টার কারণে, ভোপাল এখন স্বচ্ছ সমীক্ষায় অনেক দূর এগিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, স্বচ্ছ ভারত মিশন এর সবচেয়ে বড় উদাহরণ। শীঘ্রই এই মিশন ১১ বছর পূর্ণ করবে। কিন্তু, এর শক্তি এবং প্রয়োজনীয়তা এখনও একই। এই ১১ বছরে, 'স্বচ্ছ ভারত মিশন' একটি গণআন্দোলনে পরিণত হয়েছে। মানুষ এটিকে নিজেদের কর্তব্য বলে মনে করে এবং এটিই প্রকৃত জনসাধারণের অংশগ্রহণ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ