হাওড়া, ২৭ জুলাই (হি.স.): সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। হাইকোর্টের কড়া নির্দেশের পর মঞ্চকে নবান্ন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। রবিবারও মঞ্চর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুলিশের অনুমতি না মিললেও সোমবার নির্ধারিত দিনেই নবান্ন অভিযানে নামবে তারা। সংগঠনের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, নবান্ন অভিযান হবেই। কোনওভাবেই আটকানো যাবে না।
আদালত জানিয়ে দেয়, হাট বসার দিনে মঙ্গলাহাট এলাকায় কোনও মিছিল বা জমায়েত করা যাবে না। আদালতের নির্দেশ মেনে হাওড়া সিটি পুলিশ জানিয়ে দেয়, ২৮ জুলাইয়ের অভিযানের অনুমতি তারা দেবে না। তার পরেই পুলিশ ব্যারিকেড বসানোর কাজ শুরু করে। তবুও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী মঞ্চ। ভাস্কর ঘোষের বক্তব্য, যদি তাঁদের মিছিল আটকে দেওয়া হয়, তাহলে রাস্তাতেই বসে পড়বেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ