মৌসুমী সেনগুপ্ত
ক্যালিফোর্নিয়া, ৩ জুলাই (হি.স.): কেবল উচ্চশিক্ষাই নয়, আকর্ষণীয় কর্মক্ষেত্রের দিক থেকেও বিশ্বের প্রায় সব মেধাবীর পাখির চোখ মার্কিন মুলুক। ওদেশে বৃত্তিমূলক নানা প্রকল্পে যারা কাজ করছেন, সেই বিদেশিদের দেওয়া হয় এম১ ভিসা।
১২ মাসের জন্য তাঁদের দেওয়া হয় অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি)। তার পর আরও ১২ মাসের জন্য দেওয়া হয় ‘সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড মেথেমেটিক্স’ (স্টেম)। বিদেশিরা বেশি মাত্রায় কাজ করছেন কোথায়? স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস, বা সেভিস)-এর সদ্য প্রকাশিত তথ্যে প্রকাশ, এদিক থেকে অনেক ব্যবধানে প্রথম স্থানে আছে আমাজন (৬ হাজার ৬৭৯)।
এই তালিকায় এর পরের চারটি প্রতিষ্ঠান হল গুগুল (১ হাজার ৭৭৮), মাইক্রোসফ্ট (১ হাজার ৪৯৬), মেটা (১ হাজার ৩০২), এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া (১ হাজার ৩০২)।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত