তেলের চাহিদা তুঙ্গে হলেও তেল প্রাপ্তিতে পিছিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
মৌসুমী সেনগুপ্ত ওয়াশিংটন, ৩ জুলাই (হি.স.): আমরা সবাই জানি, পশ্চিম এশিয়া তেলের ভাণ্ডার। কিন্তু তাদের টেক্কা দিয়ে যে ‘টার স্যান্ডস’-এ কানাডা বহু এগিয়ে সেটা আমরা ক’জন জানি? তেলের ব্যবহারকারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র বহু এগিয়ে। কিন্তু অপরিশোধিত তেল প
তেলের চাহিদা তুঙ্গে হলেও তেল প্রাপ্তিতে পিছিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা


মৌসুমী সেনগুপ্ত

ওয়াশিংটন, ৩ জুলাই (হি.স.): আমরা সবাই জানি, পশ্চিম এশিয়া তেলের ভাণ্ডার। কিন্তু তাদের টেক্কা দিয়ে যে ‘টার স্যান্ডস’-এ কানাডা বহু এগিয়ে সেটা আমরা ক’জন জানি? তেলের ব্যবহারকারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র বহু এগিয়ে। কিন্তু অপরিশোধিত তেল প্রাপ্তিতের এই দু‘দেশ অনেকটাই পিছিয়ে।

‘টার স্যান্ডস’ কাকে বলে? এটি হলো তেল বালিয়ারি। এক ধরণের অপ্রচলিত পেট্রোলিয়াম। এতে বালি, কাদামাটি, জল এবং বিটুমিনের মতো ঘন তেলের মিশ্রণ থাকে। বিটুমিন হল একটি হাইড্রোকার্বন যা পেট্রোল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যে পরিশোধিত করা যায়।

কানাডায় এর বিপুল ভাণ্ডার! কিন্তু ‘ওপেক’ (অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ)-এর সদ্যপ্রকাশিত সমীক্ষায় তেলের ভাণ্ডারের দেশভিত্তিক তালিকায় তাদের অবস্থান বিশ্বে চতুর্থ। আর মার্কিন যুক্তরাষ্ট্র নবম স্থানে।

এই তেলের ভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণই নাকি এখন বিশ্বের ক্ষমতাশালী দেশগুলোর পাখির চোখ!

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande