কলকাতা, ৩ জুলাই (হি.স.): পিভি সিন্ধু ভারতীয় ব্যাডমিন্টন তারকা। জন্ম ৫ জুলাই, ১৯৯৫, হায়দরাবারের তেলেঙ্গানা রাজ্যে। তিনি একজন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি একবিংশ শতাব্দীতে কমনওয়েলথ গেমস , ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক গেমসে বেশ কয়েকটি জয়ের মাধ্যমে তাঁর স্থান তৈরি করেছেন। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি দুটি অলিম্পিক পদক জিতেছেন - রিও ডি জেনেইরো ২০১৬ অলিম্পিক গেমসে একটি রৌপ্য পদক এবং টোকিও ২০২০ অলিম্পিক গেমসে একটি ব্রোঞ্জ। ২০১৯ বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা।
তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান এবং বেসামরিক পুরষ্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে ২০১৫ সালে পদ্মশ্রী ও ২০১৬ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যা পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়। এবং ২০২০ সালে পেয়েছেন পদ্মভূষণ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি