এক দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতা
বার্সেলোনা, ৩ জুলাই (হি.স.) : স্প্যানিশ দৈনিক এক ক্রীড়া প্রত্রিকার এক প্রতিবেদন অনুসারে, লিভারপুলের ফরোয়ার্ড দিওগো জোতা বৃহস্পতিবার ২৮ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। জানা গেছে , পর্তুগিজ ফরোয়ার্ড এবং তাঁর ভাই উত্তর-পশ্চিম স্পেনের জামোরা
লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতা এক দূর্ঘটনায় মারা গেলেন


বার্সেলোনা, ৩ জুলাই (হি.স.) : স্প্যানিশ দৈনিক এক ক্রীড়া প্রত্রিকার এক প্রতিবেদন অনুসারে, লিভারপুলের ফরোয়ার্ড দিওগো জোতা বৃহস্পতিবার ২৮ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। জানা গেছে , পর্তুগিজ ফরোয়ার্ড এবং তাঁর ভাই উত্তর-পশ্চিম স্পেনের জামোরা শহরে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি তাঁর স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন।

পোর্তোতে জন্মগ্রহণকারী জোতা তাঁর খেলোয়াড়ী জীবন শুরু করেন পাকোস ডি ফেরেরার যুব দলে, তারপর ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন, পরের বছর প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দেন। কিন্তু লিভারপুলেই তাঁর সেরা পেশাদার কেরিয়ার ছিল, ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ এবং লিগ কাপ জিতেছিলেন, তারপর ২০২৪/২৫ মরসুমে আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগে জয়লাভ করেছিলেন। দিয়েগো জোতা ২০১৯ এবং ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলেরও অংশ ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande