শ্রীহরিকোটা, ৩০ জুলাই (হি.স.): ইসরো ও নাসার যৌথ উদ্যোগে মহাকাশে পাড়ি দিল কৃত্রিম উপগ্রহ ‘নিসার’। বুধবার বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই কৃত্রিম উপগ্রহ। উপগ্রহটির নাম দেওয়া হয়েছে ‘নাসা-ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার’ (নিসার)। জিএসএলভি-এমকে২ রকেটের মাধ্যমে মহাকাশে ছুড়ে দেওয়া হয় এই উপগ্রহকে। প্রায় ২,৮০০ কেজি ওজনের এই উপগ্রহকে ৭৪৭ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়। সেখান থেকেই পৃথিবীর ছবি তুলে পাঠাবে নিসার। মহাকাশ গবেষণায় ভারত এবং আমেরিকার পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এটি অন্যতম একটি ধাপ বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ