অর্থনীতি, প্রতিরক্ষা ও বিদেশনীতি শেষ করে দিয়েছে এই সরকার : রাহুল গান্ধী
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): দেশের অর্থনীতি, প্রতিরক্ষা ও বিদেশনীতি শেষ করে দিয়েছে এই সরকার। এমনটাই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ''মৃত অর্থনীতি'' মন্তব্য প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, হ্যাঁ
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): দেশের অর্থনীতি, প্রতিরক্ষা ও বিদেশনীতি শেষ করে দিয়েছে এই সরকার। এমনটাই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'মৃত অর্থনীতি' মন্তব্য প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া সবাই এটা জানেন। সবাই জানেন যে, ভারতীয় অর্থনীতি একটি মৃত অর্থনীতি। আমি খুশি যে রাষ্ট্রপতি ট্রাম্প একটি সত্য বলেছেন। সমগ্র বিশ্ব জানে যে ভারতীয় অর্থনীতি একটি মৃত অর্থনীতি। বিজেপি আদানিকে সাহায্য করার জন্য অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

রাহুল গান্ধী আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী কেবল একজন ব্যক্তির জন্য কাজ করেন - আদানি। এই (ভারত-মার্কিন বাণিজ্য) চুক্তিটি হবে, এবং প্রধানমন্ত্রী মোদী ঠিক ট্রাম্প যা বলবেন তাই করবেন। এখন ভারতের সামনে যে প্রধান সমস্যাটি রয়েছে তা হল সরকার আমাদের অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং বিদেশ নীতি ধ্বংস করে দিয়েছে। তারা এই দেশকে মাটিতে মিশিয়ে দিচ্ছে।

রাহুল আরও বলেছেন, প্রধান প্রশ্ন হল, ট্রাম্প ৩০-৩২ বার দাবি করেছেন যে, তিনি যুদ্ধবিরতি করেছেন। তিনি আরও বলেছেন যে ৫টি ভারতীয় বিমান ভেঙে পড়েছে। ট্রাম্প এখন বলছেন যে, তিনি ২৫% শুল্ক আরোপ করবেন। প্রধানমন্ত্রী মোদী কেন উত্তর দিতে পারছেন না? আসল কারণ কী? তার হাতে নিয়ন্ত্রণ কার? রাহুলের আরও সংযোজন, বিদেশমন্ত্রী বক্তৃতা দেন এবং বলেন, আমাদের একটি অসাধারণ বিদেশনীতি আছে। একদিকে আমেরিকা আপনাদের উপর নির্যাতন চালাচ্ছে; অন্যদিকে চিন তোমাদের পিছনে। যখন আপনারা বিশ্বে তোমাদের প্রতিনিধিদল পাঠাও, তখন কোনও দেশই পাকিস্তানের নিন্দা করে না। তারা কীভাবে এই দেশ চালাচ্ছে? সম্পূর্ণ বিভ্রান্তি। তিনি (প্রধানমন্ত্রী মোদী তার বক্তৃতায়) ট্রাম্প, চিনের নাম নেননি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande