ভুবনেশ্বর, কলকাতায় তল্লাশি অভিযান ইডি-র
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): শুক্রবার সাতসকালে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র। কলকাতা, ভুবনেশ্বর-সহ চারটি জায়গায় শুক্রবার তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বছরের ১১ নভেম্বর দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা একটি অভিযোগ করেছিল।
Enforcement Directorate


নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): শুক্রবার সাতসকালে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র। কলকাতা, ভুবনেশ্বর-সহ চারটি জায়গায় শুক্রবার তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বছরের ১১ নভেম্বর দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা একটি অভিযোগ করেছিল। তার ভিত্তিতেই তদন্ত করছে ইডি।

ব্যাঙ্ক জালিয়াতি চক্রের তদন্তে ভুবনেশ্বরের তিনটি এবং কলকাতার একটি জায়গায় তল্লাশি শুরু হয়। ভুবনেশ্বরে বিসওয়াল ট্রেডলিংক প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত তিনটি স্থানে এবং কলকাতায় একটি স্থানে তল্লাশি চলে। ২০২৪–এর ১১ নভেম্বর দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার দায়ের করা এফআইআর (নং ০১৩১/২০২৪)-এর ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি ব্যাঙ্ক জালিয়াতি চক্রের তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande