গোন্ডা, ৩ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের গোন্ডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে সরযূ খালে পড়ে গেল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের, এছাড়াও ৪ জন আহত হয়েছেন।
রবিবার গোন্ডার ইতিয়াথোক থানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি গাড়ি খালে পড়ে গেলে ১১ জনের মৃত্যু হয়েছে। গাড়িটিতে ১৫ জন যাত্রী ছিলেন এবং তারা পৃথ্বীনাথ মন্দিরে পূজার্চনা করতে যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের আত্মীয়দের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহতরা মতিগঞ্জ থানা এলাকার সিহাগাঁও থেকে খাড়গুপুরের পৃথ্বীনাথ মন্দিরে জলাভিষেকের জন্য যাচ্ছিলেন, সেই সময় তাদের বোলেরো গাড়িটি সরযূ খালে পড়ে যায় এবং ডুবে যায়। পথচারীরা বোলেরো গাড়িটি খালে পড়ে যেতে দেখে স্থানীয় পুলিশ এবং গ্রামপ্রধানকে খবর দেন। ইতিয়াথোক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া গাড়ি থেকে পুরুষ, মহিলা এবং শিশুদের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সময় বোলেরোতে ১৫ জন ছিলেন, যাদের সকলেই জেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা