নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): বিরোধীদের হইহট্টগোলে সোমবার উত্তাল হয়ে উঠল লোকসভার অধিবেশন। তুমুল হইচইয়ের কারণে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন। মঙ্গলবার বেলা এগারোটা থেকে পুনরায় শুরু হবে লোকসভার অধিবেশন।
লোকসভায় এদিন বিরোধী দলের সাংসদরা যখন স্লোগান তোলেন, তখন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, আজকের সংসদের পরিস্থিতি দেখে আমি দুঃখিত। সমস্ত দল মিলে জাতীয় ক্রীড়া শাসন বিল এবং জাতীয় ডোপিং-বিরোধী সংশোধনী বিল নিয়ে আলোচনা এবং পাস করার সিদ্ধান্ত নিয়েছিল। বিরোধী দলের অনুরোধে, আমরা এই বিলগুলি নিয়ে আলোচনার জন্য দুই দিন বরাদ্দ করতে সম্মত হয়েছি। এখন যেহেতু আমরা ক্রীড়াবিদদের জন্য এই গুরুত্বপূর্ণ বিলটি এনেছি, বিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে... ক্রীড়ামন্ত্রীও আলোচনার জন্য প্রস্তুত। আপনারা কেবল যা বলতে চান তা বলেন না, বরং সংসদের সময় নষ্ট করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা