নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করলেন নির্দল সাংসদ পাপ্পু যাদব। একইসঙ্গে দাবি করেছেন, কংগ্রেসই একমাত্র বিকল্প। দু'টি ভোটার কার্ডের বিষয়ে তেজস্বী যাদবকে ইসির নোটিশের বিষয়ে নির্দল সাংসদ পাপ্পু যাদব বলেছেন, নির্বাচন কমিশন কি 'আলাদিন কা চিরাগ'? নোটিশ পাঠিয়ে তারা কী করবে? নির্বাচন কমিশন নিজেই 'সন্দিগ্ধ কমিশন' (সন্দেহজনক কমিশন)। তারা বলেছে যে তারা যে কোনও পরিস্থিতিতে বিজেপির মুখপাত্র।
তিনি আরও বলেন, কংগ্রেসই একমাত্র বিকল্প। যেভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন পিছনের দরজা দিয়ে এসআইআর-এর উপর আক্রমণ করেছে, বিহার এবং বিহারিদের অধিকারের উপর আক্রমণ করা হয়েছে... তাই, ১০ আগস্ট থেকে, রাহুল গান্ধী এবং জোট একসাথে থাকবে এবং কাটিহার পর্যন্ত সফর করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা