নাগপুর, ৩ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নাগপুরের বাড়িতে বোমার হুমকি! নাগপুরের ওয়ার্ধা রোডের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ হেল্পলাইন ১১২ নম্বরে ফোন করে এই হুমকি দেওয়া হয়।
নাগপুর জোন ১-এর ডিসিপি রুশিকেশ রেড্ডি রবিবার বলেন, এদিন সকাল ৯টা নাগাদ আমাদের ১১২ নম্বরে একটি ফোন আসে, যেখানে বলা হয় নীতিন গড়করির বাসভবনে বোমা রাখা হয়েছে এবং এটি বিস্ফোরণ হবে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের বম্ব স্কোয়াড সক্রিয় করি এবং বাড়ির নিরাপত্তা বাহিনীকে অবহিত করি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা