মানালি, ১ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের পান্ডোহ বাঁধের কাছে মান্ডিতে ধস নেমেছে। এর ফলে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। মান্ডির পুলিশ সুপার সাক্ষী ভার্মা জানান, বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাতের জেরে এমন হয়েছে বলে মনে করা হচ্ছে। রাস্তার উপরে পড়া মাটি, পাথর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জানা গেছে, শুক্রবার সকালে মান্ডি জেলার পান্ডোহতে কাইঞ্চি মোডের কাছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কে মান্ডি ও কুল্লুর মধ্যে ভূমিধসের ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। ভূমিধসের ঘটনায় রাস্তার ক্ষতি হয়েছে, চলাচলের অনুপযোগী হয়ে গেছে ওই রাস্তা। মান্ডি পুলিশ জানিয়েছে, বর্তমানে সংস্কারের কাজ চলছে, তবে ক্ষতির পরিমাণ দেখে মনে হচ্ছে মেরামতে যথেষ্ট সময় লাগতে পারে। ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ