শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ বিহারে, শুরু তোড়জোড়
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মধ্যেই শুক্রবার বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া তালিকা তুলে দেওয়া হবে। কারও নাম জুড়তে হলে বা কারও নাম ওই তালিকা
Election Commission ECI


নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মধ্যেই শুক্রবার বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া তালিকা তুলে দেওয়া হবে। কারও নাম জুড়তে হলে বা কারও নাম ওই তালিকা থেকে বাদ দিতে হলে কী নিয়ম মানতে হবে, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, শুধু রাজনৈতিক দলগুলি নয়, যে কোনও সাধারণ ভোটার এই তালিকা পরিবর্তনের আবেদন জানাতে পারবেন।

জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিহারের ৩৮টি জেলার নির্বাচনী আধিকারিক (ডিইও)-রা সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে এই তালিকার হার্ড এবং ডিজিটাল কপি প্রদান করবেন। ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুপস্থিত যোগ্য ভোটারের নাম যোগ করার জন্য, অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার জন্য অথবা খসড়া ভোটার তালিকায় যে কোনও সংশোধন করার জন্য যে কোনও বিধানসভা এলাকার যে কোনও ভোটার বা যে কোনও স্বীকৃত রাজনৈতিক দল দাবি বা আপত্তি জানাতে পারবে। এই অভিযোগ নিষ্পত্তি করবেন বিহারের প্রধান নির্বাচনী আধিকারিক (সিইও) এবং ২৪৩ জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও)।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande