নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): তিন বছরের অল্প সময়ের মধ্যে দেশের সমস্ত রাজ্য বন্দে ভারত ট্রেন পরিষেবার আওতায় এসেছে। বুধবার লোকসভায় এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী বৈষ্ণব জানান, বর্তমানে সারা দেশে ১৪৪টি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে। তিনি বলেন, এই ট্রেনের পরিচালনাগত প্রতিক্রিয়া খুবই উৎসাহব্যঞ্জক, যার কারণে রাজ্যগুলি থেকে এই ধরনের ট্রেনের চাহিদা আরও বাড়ছে।
বৈষ্ণব বলেন, সরকার মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের গোষ্ঠীর কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গত কয়েক বছরে সাধারণ শ্রেণীর কোচের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী জানান, ট্রেনগুলিতে মোট ৮২ হাজার কোচের মধ্যে ৭০ শতাংশ সাধারণ এবং নন-এসি কোচ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, ২০১৪-১৫ সালের তুলনায় রেল দুর্ঘটনা ৭৭ শতাংশ হ্রাস পেয়েছে। বৈষ্ণব বলেন, ২০১৪-১৫ সালে রেল দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩৫টি, যা এখন ২০২৪-২৫ সালে ৩১টিতে নেমে এসেছে। তিনি বলেন, সরকার কবচ-এর মতো নতুন প্রযুক্তি চালু করে যাত্রী ও রেল নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যা একটি দেশীয়ভাবে বিকশিত স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা