প্রবল বৃষ্টিতে পুরুলিয়ায় ভেঙে পড়ল মাটির বাড়ি, গৃহপালিত পশুর মৃত্যু
পুরুলিয়া, ৩১ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির জেরে পুরুলিয়া জেলার নিমটিকুরি গ্রামে ভেঙে পড়ল একটি বাড়ি। বুধবার রাতে ভারী বৃষ্টির কারণে সাঁতুড়ি থানার অন্তর্গত ওই এলাকায় ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। বাড়ির মালিক কোনওক্রমে প্রাণরক্ষা করতে পারলেও, একাধিক গৃহপ
প্রবল বৃষ্টিতে পুরুলিয়ায় ভেঙে পড়ল মাটির বাড়ি, গৃহপালিত পশুর মৃত্যু


পুরুলিয়া, ৩১ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির জেরে পুরুলিয়া জেলার নিমটিকুরি গ্রামে ভেঙে পড়ল একটি বাড়ি। বুধবার রাতে ভারী বৃষ্টির কারণে সাঁতুড়ি থানার অন্তর্গত ওই এলাকায় ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। বাড়ির মালিক কোনওক্রমে প্রাণরক্ষা করতে পারলেও, একাধিক গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, ভেঙে পড়া বাড়ির মালিক হলেন গ্রামেরই বাসিন্দা তুলনাথ সোরেন। বুধবার রাতে বাড়ি ভাঙছে বুঝতে পেরেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসেন। এরপরই বিপদজনক ভাবে হঠাৎ ধসে পড়ে যায় বাড়িটি। নিজে প্রাণে বাঁচলেও গৃহপালিত পশুগুলির মৃত্যুর জন্য আক্ষেপ প্রকাশ করেছে তুলনাথ। তাঁর দাবি, ত্রিপলের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও তিনি তা পাননি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande