সমাধানের পথ খুঁজতে বিশেষ ধরণের ফ্যান লাগানোর ভাবনা খড়্গপুর আইআইটি-তে
পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট (হি.স.): ৭ মাসে চার পড়ুয়ার আত্মহত্যায় খবরের শিরোনামে উঠে এসেছে আইআইটি খড়্গপুর। এর মধ্যে তিন জনকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ছাত্রাবাসে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এই অবস্থায় প্রবল বিতর্ক উঠেছে। মুশকিল আসানের পথ খুঁজ
IIT Kharagpur


পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট (হি.স.): ৭ মাসে চার পড়ুয়ার আত্মহত্যায় খবরের শিরোনামে উঠে এসেছে আইআইটি খড়্গপুর। এর মধ্যে তিন জনকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ছাত্রাবাসে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এই অবস্থায় প্রবল বিতর্ক উঠেছে।

মুশকিল আসানের পথ খুঁজতে সংশ্লিষ্ট অধ্যাপক ও আধিকারিকদের সঙ্গে কথা বলছেন প্রতিষ্ঠানের সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা ডঃ সুমন চক্রবর্তী। শুক্রবার আইআইটি-সূত্রে জানা গিয়েছে, কেউ যাতে আত্মহত্যার পথ হিসাবে ঝুলে না পড়তে পারে, সে কারণে বিশেষ ধরণের ফ্যানের কথা ভাবা হয়েছে। সেই ফ্যানগুলো ছাদের সঙ্গে শক্তভাবে না লাগিয়ে স্প্রিংয়ের সঙ্গে যুক্ত অবস্থায় ঝুলবে।

এ রকম বিশেষ ধরণের অল্প কিছু ফ্যান প্রথমে পরীক্ষামূলকভাবে কিছু ঘরে লাগিয়ে দেখা হবে। যদি সুফল মেলে, তখন পর্যায়ক্রমে অন্য ঘরগুলোয় লাগানোর কথা ভাবা হবে। খড়্গপুর আইআইটি-তে মোট পড়ুয়া ১৬ হাজার। ছাত্রাবাস আছে ২১টি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande