সেচের জলের দাবিতে কৃষকদের পথ অবরোধ বাঁকুড়ায়
বাঁকুড়া, ৩ আগস্ট (হি.স.): সেচের জলের দাবিতে পথে নামলেন বাঁকুড়া জেলার খাতড়ার কৃষকদের একাংশ। মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে সেচখালে জল ছাড়ার দাবিতে রবিবার সকাল থেকে বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কের উপরে খাতড়ার দেদুয়া মোড়ে পথ অবরোধ করেন তাঁরা। এ দিন অবরো
সেচের জলের দাবিতে কৃষকদের পথ অবরোধ বাঁকুড়ায়


বাঁকুড়া, ৩ আগস্ট (হি.স.): সেচের জলের দাবিতে পথে নামলেন বাঁকুড়া জেলার খাতড়ার কৃষকদের একাংশ। মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে সেচখালে জল ছাড়ার দাবিতে রবিবার সকাল থেকে বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কের উপরে খাতড়ার দেদুয়া মোড়ে পথ অবরোধ করেন তাঁরা। এ দিন অবরোধের জেরে দীর্ঘ ক্ষণ রাস্তার দু'ধারে আটকে পড়ে যাত্রিবাহী বাস-সহ অন্য যানবাহন।

কৃষকদের অভিযোগ, খাতড়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার অধিকাংশ উঁচু জমিতে জলের অভাবে এখনও ধান রোয়ার কাজ শুরু করা যায়নি। অবিলম্বে সেচখালে জল ছাড়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande