উত্তর বক্সনগরে জলে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
বক্সনগর (ত্রিপুরা), ৩ আগস্ট (হি.স.) : সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার অধীন আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর-বক্সনগরে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল তিন বছরের এক শিশুর। জানা গিয়েছে, রবিবার দুপুরে জালাল উদ
শিশুর মৃত্যু


বক্সনগর (ত্রিপুরা), ৩ আগস্ট (হি.স.) : সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার অধীন আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর-বক্সনগরে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল তিন বছরের এক শিশুর।

জানা গিয়েছে, রবিবার দুপুরে জালাল উদ্দীনের তিন বছরের ছেলে ফারহাদ হোসেন হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা চারিদিকে খোজাখুজি করতে শুরু করলে সন্দেহ হয় পাশের পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফারহাদের বাবা পুকুরে নেমে খুঁজতে গিয়ে জলের তলে নিজের সন্তানের নিথর দেহ পান।

ঘটনাস্থল থেকে তাকে দ্রুত বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, ফারহাদ আর বেঁচে নেই। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা সহ পুরো পরিবার। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande