লখনউ, ৩ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার উত্তর প্রদেশ পুলিশ টেলিযোগাযোগ বিভাগের নবনির্বাচিত কর্মচারীদের নিয়োগপত্র বিতরণ করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০১৭ সালে পুলিশ নিয়োগ শুরু করার পর থেকে, উত্তর প্রদেশ পুলিশ এখনও পর্যন্ত ২,১৭,৫০০ জনেরও বেশি পুলিশ কর্মীর নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করেছে।
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, একসময় তরুণরা পরিচয় সংকটের মুখোমুখি হয়েছিল। একটি পরিবার এবং একটি দলের অপকর্মের ফলে সৃষ্ট সেই সংকট সমগ্র রাজ্যের জন্য কলঙ্ক বয়ে এনেছিল। সেই পরিবার এবং দলের অন্যায়ের ফলে তৎকালীন ২০ কোটি জনগণকে এর পরিণতি ভোগ করতে বাধ্য করা হয়, যার ফলে উত্তর প্রদেশে অনাচার, গুন্ডামি এবং দীর্ঘস্থায়ী কারফিউ জারি করা হয়। ২০১৭ সালে, প্রধানমন্ত্রী মোদীর আহ্বানে সাড়া দিয়ে, আমাদের সরকার ক্ষমতায় আসার পর, আমরা নিয়োগ বোর্ডকে শক্তিশালী করেছিলাম যাতে প্রক্রিয়াটি সম্পূর্ণ সততা এবং নিষ্ঠার সঙ্গে পরিচালিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা