রাঁচিতে একাধিক দোকানে আগুন, দমকলের চেষ্টায় এল নিয়ন্ত্রণে
রাঁচি, ৩ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে আগুন লাগল একাধিক দোকানে। রবিবার রাঁচির সহজানন্দ চক এলাকার কয়েকটি দোকানে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। এই অগ্ন
Fire


রাঁচি, ৩ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে আগুন লাগল একাধিক দোকানে। রবিবার রাঁচির সহজানন্দ চক এলাকার কয়েকটি দোকানে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইন্সপেক্টর রবীন্দ্র ঠাকুর বলেন, আমরা ভোর ৫:৪৫ মিনিটে আগুন লাগার খবর পাই। আমরা তাৎক্ষণিকভাবে দু'টি দমকল বাহিনী পাঠাই। ইতিমধ্যে প্রায় ১০টি গাড়ি জল ব্যবহার করা হয়েছে। আগুন সম্পূর্ণরূপে নেভানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande