মহারাষ্ট্র পুলিশের হাত থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিক বাবাই সর্দার
বিষ্ণুপুর,৫ আগস্ট (হি.স.): প্রতীক্ষার অবসান, শেষ পর্যন্ত মহারাষ্ট্রের পুলিশকে উপযুক্ত তথ্য-প্রমাণ দেখিয়ে মহারাষ্ট্র পুলিশের হাতে অত্যাচারিত বাবাই সর্দারকে ঘরে ফেরানো সম্ভব হলো। প্রায় দু''সপ্তাহ আগে থেকেই বাবাইয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছি
মহারাষ্ট্র পুলিশের হাত থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিক বাবাই সর্দার


বিষ্ণুপুর,৫ আগস্ট (হি.স.): প্রতীক্ষার অবসান, শেষ পর্যন্ত মহারাষ্ট্রের পুলিশকে উপযুক্ত তথ্য-প্রমাণ দেখিয়ে মহারাষ্ট্র পুলিশের হাতে অত্যাচারিত বাবাই সর্দারকে ঘরে ফেরানো সম্ভব হলো। প্রায় দু'সপ্তাহ আগে থেকেই বাবাইয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পরিবারের। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর ১ ব্লকের জুলপিয়ার বাসিন্দা বাবাই মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। কিন্তু দু'সপ্তাহ আগে সেখানে বাংলায় কথা বলার অপরাধে তাঁকে মহারাষ্ট্র পুলিশ আটক করে। বিষয়টি টিভিতে খবর দেখার সময় ছেলেকে পুলিশের কাছে বন্দি থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পাশাপাশি সেদিন থেকেই মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় বাবাইয়ের সঙ্গে। এরপর মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে স্থানীয় সাংসদ, বিধায়ক সকলের কাছেই আবেদন নিবেদন করেন তাঁর পরিবারের সদস্যরা। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলিপ মন্ডল নিজে যান বাবাইয়ের বাড়ি। তাঁকে ফিরিয়ে আনতে চার সদস্যের প্রতিনিধি দল পাড়ি দেয় মহারাষ্ট্রে। সেখান থেকে শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে বাবাইকে উদ্ধার করে কলকাতায় ফেরেন তাঁরা। দিলিপ মণ্ডল নিজে এয়ারপোর্টে যান বাবাইকে রিসিভ করতে। মঙ্গলবারই পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাঁকে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande