লোয়াইরপোয়া (অসম), ৫ আগস্ট (হি.স.) : টানা ৫১ দিনের মাথায় আজ মঙ্গলবার লোয়াইরপোয়া পাকা সেতু জনতার জন্য খুলে দেওয়া হয়েছে। সংস্কারকাজের জন্য গত ১৬ জুন ওই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগ।
আজ মঙ্গলবার বিকালে রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বিভাগীয় কর্তৃপক্ষ হালকা গাড়ি চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী পাল জানান, মিজোরামের সাথে সংযোগকারী লোয়াইরপোয়ার পাকা সেতুটির বেহাল অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করলে পরবর্তীতে তাঁর নির্দেশে তার সংস্কারকাজ মঞ্জুর হয়। এতে জনতাও সহায়তা করেছেন।
প্রায় দেড় মাসের বেশি দিন এই সেতু দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিকল্প পথ ধরে মানুষ যাতায়াত করেছেন। মন্ত্রী বলেন, লোয়াইরপোয়া-কানমুন সড়কটি পার্শ্ববর্তী মিজোরামের সাথে যোগাযোগ রক্ষা করছে।
মন্ত্রী এদিন স্থানীয় জনগণকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংস্কার কাজে সহায়তার জন্য। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করায় পূর্ত দফতরের আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ জানান তিনি। সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শুধু এই সেতু নয়, গ্যামন ব্রিজ সহ অন্যান্য বেহাল ব্রিজ পুনসংস্কার করা হয়। কেননা বরাকের যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো থাকে তার প্রতি মুখ্যমন্ত্রীর নজর রয়েছে।
তিনি জানান, আগামী এক-দেড় বছরের মধ্যে দিশপুরের সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। এ জন্য মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার জন্য মন্ত্রী পাল আবারও মুখ্যমন্ত্রীর প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে লোয়াইরপোয়া সেতুর প্রারম্ভিক বিধি-নিষেধ সম্পর্কে মন্ত্রী বলেন, প্রথম পাঁচদিন হালকা যানবাহন চলাচল করবে। এই কয়দিন পরিস্থিতি বুঝে ভারী যানবাহন চলানো হবে।
মন্ত্রী এদিন একটি খুশির খবর দিয়ে জানান, লোওয়াইরপোয়া-কানমুন সড়ক আসাম মালার অধীনে দশ মিটার প্রশস্ত করে নতুন করে বানানো হবে। অতি শীঘ্রই এর শিলান্যাস করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পাথারকান্দি আসবেন বলেন।
এদিনের এই কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিলকুমার ত্রিপাঠী, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, সহ-সভাপতি ঋষিকেশ নন্দি, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পারানি চৌধুরী, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস, লোয়াইরপোয়া জিপি সভানেত্রী বর্ণালী সিনহা, বিভাগীয় আধিকারিক যথাক্রমে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাস, অ্যাসিস্টেন্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অরুণোদয় দাস, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বাণী চক্ৰবৰ্তী, যোগেন্দ্র ত্রিপুরা প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস