বাম জমানায় জনজাতিরা অবহেলার শিকার হয়েছেন : মন্ত্রী বিকাশ
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৬ আগস্ট (হি.স.) : আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এবছর রাজধানী আগরতলায় আর কোনও জনসমাবেশ হচ্ছে না। বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত আঠার
জনজাতি অংশের জনগণ


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৬ আগস্ট (হি.স.) : আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এবছর রাজধানী আগরতলায় আর কোনও জনসমাবেশ হচ্ছে না। বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে ৪৩ মাইল এলাকায় বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা জানান। কারণ হিসেবে উল্লেখ করেন বিগত কয়েকদিন ধরে লাগাতার প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি।

এদিনের অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত থাকা এলাকার ২৪টি জনজাতি পরিবার বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন,“এই পাহাড়ি জনপদে বিগত ৩৫ বছর ধরে সিপিআই(এম)-এর শাসনে জনজাতি মানুষের মৌলিক অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা—সব ক্ষেত্রেই অবহেলার শিকার হয়েছে এখানকার মানুষ। আজ বিজেপি সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে।”

তিনি আরও বলেন, “বর্তমান বিজেপি সরকার দলমত নির্বিশেষে জনজাতি সম্প্রদায়ের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। তাই বঞ্চিত, নিপীড়িত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন। এটা শুধুমাত্র রাজনৈতিক সাফল্য নয়, এটা মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।”

যোগদানকারীরা জানান, এতদিন তাঁরা ভোটব্যাঙ্কের মানুষ হিসেবেই ব্যবহৃত হয়েছেন। কিন্তু প্রকৃত উন্নয়ন, সুযোগ বা সরকারি পরিষেবা পাননি। তাই আজ তাঁরা পরিবর্তনের আশায় বিজেপিকে বেছে নিয়েছেন। বিজেপির স্থানীয় নেতৃত্ব জানান, আগামী দিনে পাহাড় ও অরণ্য অধ্যুষিত প্রতিটি অঞ্চলে এই ধরনের আরও বৃহৎ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande