বিশালগড় (ত্রিপুরা), ৬ আগস্ট (হি.স.) : ১১ জন বিধায়ককে নিয়ে গঠিত কমিটি অন পাবলিক আন্ডারটেকিং অফ লেজিসলেটিভ এসেম্বলি (সিওপিইউ) এর চেয়ারম্যান বিধায়ক চিত্ত দেববর্মার নেতৃত্বে বুধবার কমলাসাগর চা বাগান পরিদর্শনে আসে। এদিন প্রথমে কমলাসাগর চা বাগানের 'বলাকা' গেস্ট হাউসে দীর্ঘক্ষণ আলোচনা হয় ১১ জন বিধায়ক এবং ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কমিটি (টিটিডিসি) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে নিয়ে।
কিভাবে চা শিল্পকে আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শ্রমিকদের মজুরি নিয়েও আলোচনা হয়। পরবর্তী সময়ে সকল বিধায়ক এবং চেয়ারম্যান সহ কমলাসাগর এলাকায় চা বাগান ঘুরে দেখেন এবং শ্রমিকদের সাথে কথা বলেন। কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য। একশ বছরের পুরনো এই শিল্পকে কিভাবে ধরে রাখা যায় এবং আরও উন্নত করা যায় সকলের সাহায্য নিয়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরও বলেন, ত্রিপুরার চা উন্নতমানের। আগামী দুই মাসের মধ্যে টি অকশন সেন্টার স্থাপন করা হচ্ছে আগরতলা গোর্খাবস্তিতে। যার ফলে আমাদের এখন আর গুয়াহাটি কিংবা কলকাতা যেতে হবে না। আমাদের গুয়াহাটি কিংবা কলকাতার উপর নির্ভর করতে হয়েছে। তাই সেপ্টেম্বর মাসের পর থেকে টি অকশন আমাদের রাজ্যে হবে। যার ফলে পূর্বের তুলনায় চায়ের মূল্য পাওয়া যাবে বেশি।
তিনি আরও বলেন, চা শিল্পের মধ্যে এখনও অনেক জায়গা খালি পড়ে আছে। সেই জায়গাগুলির মধ্যে আরও কিভাবে চা শিল্প স্থাপন করা যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে। একটা সময় গোটা দেশে ত্রিপুরার চায়ের কোন ব্র্যান্ড ছিল না। আগামী কয়েক মাস পর থেকে গোটা দেশে ত্রিপুরার চা ব্র্যান্ডেড চায়ে পরিচিতি লাভ করবে।
এদিন পরিদর্শনে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন, বিধায়ক চিত্ত রঞ্জন দেববর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক পাঠান লাল জমাতিয়া, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, বিধায়ক দীপঙ্কর সেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das