১৫ দিন থেকে নিখোঁজ বৈঠাখাল এলাকার জনৈক গৃহবধূ, দুই শিশুসন্তানকে নিয়ে উৎকণ্ঠায় স্বামী
পাথারকান্দি (অসম), ৫ আগস্ট (হি.স.) : ১৫ দিন থেকে নিখোঁজ শ্ৰীভূমি জেলান্তৰ্গত বৈঠাখাল এলাকার পাৰ্বতী সিনহা (ছদ্মনাম) নামের জনৈক গৃহবধূ। এদিকে মাকে না পেয়ে বাড়িতে কান্নাকাটি করছে দুই শিশুসন্তান। থানায় এফআইআর দায়েরের আটদিন হয়ে গেছে। আজও নিখোঁজ স্ত্ৰ
১৫ দিন থেকে নিখোঁজ বৈঠাখাল এলাকার জনৈক গৃহবধূ, দুই শিশুসন্তানকে নিয়ে উৎকণ্ঠায় স্বামী


পাথারকান্দি (অসম), ৫ আগস্ট (হি.স.) : ১৫ দিন থেকে নিখোঁজ শ্ৰীভূমি জেলান্তৰ্গত বৈঠাখাল এলাকার পাৰ্বতী সিনহা (ছদ্মনাম) নামের জনৈক গৃহবধূ। এদিকে মাকে না পেয়ে বাড়িতে কান্নাকাটি করছে দুই শিশুসন্তান।

থানায় এফআইআর দায়েরের আটদিন হয়ে গেছে। আজও নিখোঁজ স্ত্ৰীর সন্ধান না পাওয়ায় বেজায় উৎকণ্ঠায় স্বামী প্রকাশ সিনহা। তাঁর স্ত্রী অপহৃত হয়েছেন, না-অন্যকিছু, বুঝে উঠতে পারছেন না তিনি। উপায়ন্তর হয়ে দুই সন্তানকে নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন স্বামী প্রকাশ।

প্রকাশ সিনহা জানান, গত ২২ জুলাই সকাল ৯-টা থেকে তাঁর স্ত্রী নিখোঁজ। বাড়ি থেকে মোবাইল ফোন নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু ফোন স্যুইচ অফ। প্রথমে ভেবেছিলেন, হয়তো বাবার বাড়িে গিয়েছেন। কিন্তু খবর নিয়ে জানতে পারেন সেখানেও যাননি।

নিখোঁজ হওয়ার ১৫ দিন পরও বাড়িতে না ফেরায় দুই শিশুকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গিয়েছেন তিনি। যদি কোনও ব্যক্তি নিখোঁজ স্ত্রীর সন্ধান পান তা-হলে পাথারকান্দি থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন স্বামী প্রকাশ সিনহা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande