কামারপুকুর - জয়রামবাটি উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হবে , ঘোষণা মুখ্যমন্ত্রীর
হুগলি, ৫ আগস্ট (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কামারপুকুরে মঙ্গলবার ঘোষণা করেছেন শীঘ্রই কামারপুকুর - জয়রামবাটি উন্নয়ন পর্ষদ গড়ে উঠবে। এই ঘোষণায় খুশির বাতাবরণ হুগলি ও বাঁকুড়া জেলার উভয় এলাকাতেই। উল্লেখ্য, রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি ব
কামারপুকুর - জয়রামবাটি উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হবে , ঘোষণা মুখ্যমন্ত্রীর


হুগলি, ৫ আগস্ট (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কামারপুকুরে মঙ্গলবার ঘোষণা করেছেন শীঘ্রই কামারপুকুর - জয়রামবাটি উন্নয়ন পর্ষদ গড়ে উঠবে। এই ঘোষণায় খুশির বাতাবরণ হুগলি ও বাঁকুড়া জেলার উভয় এলাকাতেই। উল্লেখ্য, রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত জন্মস্থান কামারপুকুরে রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। অতি নিকটেই রয়েছে শ্রী শ্রী মা সারদা দেবীর ও পিতৃভূমি - জয়রামবাটী। এই মুহূর্তে সেখানে চলছে বিরাট কর্মযজ্ঞ। ভারতীয় রেল বোর্ড তথা পূর্ব রেলওয়ের তরফেও এই দুই স্থানকে হেরিটেজ ট্যুরিজমের আওতায় আনতে বরতমান সময়েই চলছে কর্ম তৎপরতা। একনজরে সেই ছবি ও ধরা পড়েছে। তার আগেই এদিন মুখ্যমন্ত্রী কামারপুকুর রামকৃষ্ণ মঠের অনতিদূরেই প্রশাসনিক সভা থেকেই বলেছেন যে, কামারপুকুর - জয়রামবাটি উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হবে। সুতরাং এই নিয়ে যে অদূর ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে সরকারিভাবে তা এদিন ঘোষণা করে দিয়েছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মঠের প্রধানকে এই দায়িত্ব নিতে হবে। সেকথা ঘোষণা করেছেন তিনি। প্রসঙ্গত, হুগলি জেলার সার্কিট ট্যুরিজম প্রকল্পের কথা আগেই রাজ্য সরকারের পর্যটন দফতরের অধীনে রামকৃষ্ণ - সারদামণির জন্মভিটে তথা পিতৃভূমিকে যুক্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande