সাব্রুমের বটতলা মাঠে সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু
সাব্রুম (ত্রিপুরা), ৫ আগস্ট (হি.স.) : ত্রিপুরার দক্ষিণ প্রান্তে অবস্থিত সাব্রুম মহকুমার সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের অধীন বটতলা হাসপাতালের মাঠ আজ ভোর থেকে এক অন্যরকম ব্যস্ততার সাক্ষী। কারণ এখানেই শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয
ধান ক্রয়


সাব্রুম (ত্রিপুরা), ৫ আগস্ট (হি.স.) : ত্রিপুরার দক্ষিণ প্রান্তে অবস্থিত সাব্রুম মহকুমার সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের অধীন বটতলা হাসপাতালের মাঠ আজ ভোর থেকে এক অন্যরকম ব্যস্ততার সাক্ষী। কারণ এখানেই শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া, যা প্রত্যন্ত এলাকার কৃষকদের জন্য এক বিশেষ বার্তা নিয়ে এসেছে।

এইবার রাজ্য সরকার ২৩ টাকা কেজি দরে ধান ক্রয় করছে। বটতলা কেন্দ্র থেকে প্রায় ৯০০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল, অথচ শুরুতেই দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র — প্রায় ১২০০ মেট্রিক টন ধানের জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। যা নিঃসন্দেহে চাষীদের মধ্যে সরকারের উপর আস্থা, ভালো ফলনের পরিচয় এবং কৃষির প্রতি তাদের আগ্রহেরই ইঙ্গিত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এগ্রি সুপারিনটেনডেন্ট মনোহর দাস জানান, “কৃষি দফতরের সহযোগিতায় খাদ্য দফতরের উদ্যোগে এই প্রকল্প রূপায়িত হচ্ছে। আশা করছি, প্রায় এক হাজার মেট্রিক টন ধান সরকারি স্তরে ক্রয় করা সম্ভব হবে। এতে করে চাষীরা ন্যায্য দাম পেয়ে উপকৃত হবেন এবং আগামীতে আরও উৎসাহিত হবেন।”

এই প্রক্রিয়ায় ধান সরবরাহের জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়েছে কৃষকদের। মাঠে এসেই দেখা গেল ধান বোঝাই ট্রাক, পরিমাপের পালা, সারি দিয়ে দাঁড়িয়ে থাকা কৃষকদের আন্তরিক মুখ—সব মিলিয়ে যেন এক উৎসবের আমেজ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande