শনিবার কলকাতায় মৎস্য উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের (এমওএফএএইচঅ্যান্ডডি) আওতাধীন মৎস্য বিভাগ শনিবার (২ আগস্ট) কলকাতায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের জন্য একটি আঞ্চলিক পর্যালোচনা সভার আয়োজন করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ
শনিবার কলকাতায় মৎস্য উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং


নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের (এমওএফএএইচঅ্যান্ডডি) আওতাধীন মৎস্য বিভাগ শনিবার (২ আগস্ট) কলকাতায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের জন্য একটি আঞ্চলিক পর্যালোচনা সভার আয়োজন করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (পিএমএমএসওয়াই) মৎস্য ও অ্যাকোয়াকালচার পরিকাঠামো উন্নয়ন তহবিল (এফআইডিএফ) এবং প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা (পিএম-এমকেএসএসওয়াই) সহ মৎস্য ক্ষেত্রে মূল প্রকল্পগুলি বাস্তবায়নের ওপর আলোকপাত করা হবে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের (এমওএফএএইচঅ্যান্ডডি)-এর মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং-এর পৌরোহিত্যে এই বৈঠক হবে। মৎস্য ও দুগ্ধ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান বৈঠকে যোগ দেবেন। অংশগ্রহণকারী রাজ্যগুলির মুখ্যসচিব, ঊর্ধ্বতন আধিকারিক, মৎস্য বিভাগ, রাজ্য মৎস্য বিভাগ এবং আইসিএআর-এর প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন।

বৈঠকে মৎস্য ক্ষেত্রে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে জানানো হবে। তথ্যভিত্তিক আলোচনার সাহায্যে এই বৈঠকে উৎপাদনশীলতা বৃদ্ধি, মূল্যশৃঙ্খল শক্তিশালী করে তোলা এবং মৎস্য ক্ষেত্রে পরিকল্পনা লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি ভবিষ্যতের পথদিশা তৈরি করা হবে। বৈঠকে হাইব্রিড মোডে আলোচনা হবে। মৎস্য বাস্তুতন্ত্রের জন্য তৈরি আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতির প্রচার, মৎস্য ক্ষেত্রে জীবিকার সুযোগ, উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে এই বৈঠক।

পিআইবি-র তরফে এও জানানো হয়েছে, ভারত সরকার দেশের অভ্যন্তরে মৎস্য ও অ্যাকোয়াকালচার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৫ সালে এই উদ্যোগ শুরুর পর থেকে বিভিন্ন প্রকল্পে ৩৮,৫৭২ কোটি টাকা বিনিয়োগের বিষয়টি অনুমোদিত হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মতো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য নীল বিপ্লব প্রকল্প মৎস্য ও অ্যাকোয়াকালচার পরিকাঠামো উন্নয়ন তহবিল, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ২৭৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ৪টি রাজ্য দেশের মোট মৎস্য উৎপাদনের ৪৫.২৭ লক্ষ টনেরও বেশি অবদান রাখে, যার মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষস্থানে । সরকার মৎস্যজীবিদের জন্য ডিজিটাল পরিচয় তৈরিতে বিশেষ নজর দিয়েছে। পূর্বাঞ্চলীয় রাজ্যের ২৪ লক্ষেরও বেশি মৎস্যজীবি ইতিমধ্যেই জাতীয় মৎস্য ডিজিটাল প্ল্যাটফর্মে (এনএফডিপি) যুক্ত হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande