পশ্চিম বর্ধমান, ৩ আগস্ট (হি.স.): ফের ধসের কারণে গর্ত তৈরি হল ১৯ নম্বর জাতীয় সড়কে। রবিবার সকালে পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত এথোড়া সেতুর নীচে সার্ভিস রোডে ধসের ফলে গর্ত সৃষ্টি হয়।
জানা গেছে, ওই জায়গাতেই রয়েছে এথোড়া গ্রামে যাওয়ার রাস্তা। ধসকবলিত জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
বারবার জাতীয় সড়কে এ ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় একদিকে যেমন জাতীয় সড়ক কর্তৃপক্ষের চিন্তা শুরু হয়েছে, তার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। রাতের অন্ধকারে এই ধরনের বড় গর্ত হয়ে গেলে সেখানে গাড়ির চাকা পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন যাত্রীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ