নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'মৃত অর্থনীতি' প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তাঁর কথায়, খারাপ দিনের শুরু। বুধবার সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত এবং রাশিয়া, দুই দেশের অর্থনীতিই মৃত। চাইলে এই দুই দেশ আরও অর্থনৈতিক অধোগতির পথে হাঁটতে পারে বলে কটাক্ষ করেছেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অখিলেশ বৃহস্পতিবার বলেছেন, গত ১১ বছর ধরে, এই সরকার বন্ধুত্বের দাবি করে আসছে এবং এখন আমরা এই দিনগুলি দেখতে পাচ্ছি। এটি খারাপ দিনের শুরু। দেশের যুবকদের চাকরির প্রয়োজন। যদি অর্থনীতির উন্নতি হয়, তাহলে কর্মসংস্থান পাওয়া যাবে। যদি এই ধরণের বাধা থাকে, তাহলে আমাদের দেশের অর্থনীতির কী হবে?
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মৃত অর্থনীতির মন্তব্যের বিষয়ে তিনি আরও বলেন, তাঁর মন্তব্যের উপর মনোযোগ দেওয়ার চেয়ে নিজেদের দিকে তাকানো বেশি গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সরকার চাকরি দিচ্ছে না এবং কৃষকদের অবস্থার কোনও উন্নতি হচ্ছে না। জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না। প্রতি বছর অনেক মানুষ ভারত ছেড়ে চলে যাচ্ছে। আমেরিকা যদি এমন মন্তব্য করে, তাহলে এর কিছু ভিত্তি থাকতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা