অতি বৃষ্টির কারণে স্থগিত হওয়া অমরনাথ যাত্রা বালতাল পথ দিয়ে ফের শুরু
শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.): কাশ্মীরে অতি বৃষ্টির কারণে স্থগিত হওয়া অমরনাথ যাত্রা বৃহস্পতিবার থেকে বালতাল পথ দিয়ে পুনরায় শুরু হয়েছে। তবে পহেলগামে রাস্তা সংস্কার ও মেরামতির কাজ চলার কারণে সেই পথ দিয়ে এখনও যাত্রা শুরু হয়নি। বৃহস্পতিবার প্রশাসন সূত্
অতি বৃষ্টির কারণে স্থগিত হওয়া অমরনাথ যাত্রা বালতাল পথ দিয়ে ফের শুরু


শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.): কাশ্মীরে অতি বৃষ্টির কারণে স্থগিত হওয়া অমরনাথ যাত্রা বৃহস্পতিবার থেকে বালতাল পথ দিয়ে পুনরায় শুরু হয়েছে। তবে পহেলগামে রাস্তা সংস্কার ও মেরামতির কাজ চলার কারণে সেই পথ দিয়ে এখনও যাত্রা শুরু হয়নি। বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির ফলে বিগত বুধবার বালতাল ও পহেলগাম উভয় পথেই অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল। বৃষ্টির জেরে যাত্রাপথের বেশ কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল থেকেই বালতাল পথ দিয়ে ফের যাত্রা শুরু হয়েছে। তবে পহেলগাম পথে বৃষ্টির পর প্রয়োজনীয় মেরামতি এবং নিরাপত্তার কারণে আপাতত শুধু বালতাল পথ দিয়েই যাত্রা চালু থাকবে।

প্রশাসনের এক আধিকারিক জানান, বৃহস্পতিবার জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালতাল শিবিরের দিকে কোনও তীর্থযাত্রীর কনভয়কেই যেতে দেওয়া হয়নি। চলতি বছর এখন পর্যন্ত ৩.৯৩ লক্ষের বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন। ৩ জুলাই শুরু হওয়া এই বার্ষিক যাত্রা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande