বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাঁকুড়ায় উল্টে গেল বাস, আহত একাধিক
বাঁকুড়া, ১ আগস্ট (হি.স.): শুক্রবার সকালে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী একটি বাস। তার জেরে আহত অন্তত ১০ জন যাত্রী। এদিন বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের বড়জোড়ার আশুড়িয়া মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে সোনামুখী থে
Accident


বাঁকুড়া, ১ আগস্ট (হি.স.): শুক্রবার সকালে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী একটি বাস। তার জেরে আহত অন্তত ১০ জন যাত্রী। এদিন বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের বড়জোড়ার আশুড়িয়া মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে সোনামুখী থেকে দুর্গাপুর যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। আশুড়িয়া মোড়ের কাছে হঠাৎই এক মোটরবাইক সামনে এসে পড়ায় বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাস রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে বড়জোড়া হাসপাতালে ভর্তি করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande