কলকাতা, ৩১ জুলাই, (হি.স.): রক্তের বিভিন্ন অসুখের চিকিৎসায় বোন ম্যারো প্রতিস্থাপনই (বিএমটি) সেরা চিকিৎসা। শুরুতে এই কাজ করিয়ে নিলে রোগীর সম্পূর্ণ সুস্থ হবার সম্ভাবনা অনেক বেশি। বৃহস্পতিবার ইস্টার্ণ ইন্ডিয়া ব্লাড ম্যারো সেল্যুলার থেরাপির (ইআইবিএমসিটি ২০২৫) তৃতীয় বার্ষিক সম্মেলনের অরগানাইজিং চেয়ারপার্সন, রক্তরোগ বিশেষজ্ঞ ডা. তুফান দলুই এ কথা জানান।
রক্তের ক্যানসার (লিউকিমিয়া), থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিম্ফোমা (ননহজকিন্স), মায়লোমা, ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, উত্তরাধিকার সূত্রে পাওয়া ‘বোন ম্যারো’ কাজ না করা ইত্যাদি নানা রক্তের অসুখ ধরা পড়লে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অন্যান্য চিকিৎসা করে সাময়িক স্বস্তি পেলেও অসুখের ভোগান্তি লেগেই থাকে। শরীর মনের পাশাপাশি আর্থিক দিক থেকে নানা অসুবিধের সম্মুখীন হতে হয়।
এবারের সম্মেলনে রক্তের অসুখের চিকিৎসার শুরুতেই বোনম্যারো (ব্লাডম্যারো) প্রতিস্থাপনের সুবিধে নিয়ে আলোচনা হবে।
বিশেষজ্ঞরা জানান, এই প্রসঙ্গে জেনে রাখা ভাল যে হাড়ের মধ্যে থাকা অস্থিমজ্জা বা বোনম্যারো হল রক্ত তৈরির উৎস। রক্তের নানা গ্রুপের মত বোনম্যারো থেকে নেওয়া স্টেম সেলেরও বিভিন্ন গ্রুপ থাকে, এর নাম এইচএলএ। পরিপূরক হলে তবেই বোনম্যারো প্রতিস্থাপন সম্ভব।
দু’রকম ভাবে বিএমটি করা হয়। এক ‘অটোলোগাস ট্র্যান্সপ্ল্যান্ট’ অর্থাৎ রোগীর নিজের সুস্থ অস্থিমজ্জা নিয়ে রোগীকে দেওয়া হয়। আর ‘অ্যালোজেনিক ট্র্যান্সপ্ল্যান্ট’ এর ক্ষেত্রে দাতা অন্য জন। ভাল হয় রোগীর নিজের ভাইবোন হলে। না হলে বাবা মায়ের মধ্যে একজনের থেকে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে ৫০% এইচএলএ পরিপূরক হওয়ার সম্ভাবনা থাকে।
ইআইবিএমসিটি ২০২৫-এর অরগানাইজিং সেক্রেটারি রক্তরোগ বিশেষজ্ঞ ডা. রাজীব দে জানালেন, বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন শুনতে বড় অস্ত্রোপচার মনে হলেও আসলে রক্ত সঞ্চালনের মত প্যাকেটে করে রোগীর শরীরে নানান সাবধানতা অবলম্বন করে বোন ম্যারো দেওয়া হয়।
ডা তুফান দলুই জানালেন, “ব্লাড ক্যানসার অর্থাৎ লিউকিমিয়া থেকে শুরু করে, থ্যালাসেমিয়া, মায়লোমা ইত্যাদি জটিল রক্তের অসুখ যেখানে নিয়মিত রক্ত সঞ্চালন করা ছাড়া উপায় থাকে না, সেই সব অসুখের একমাত্র নিরাময় বোনম্যারো প্রতিস্থাপন। প্রাথমিক ভাবে খরচসাপেক্ষ মনে হলেও একবারে খরচ করে অসুখ সারিয়ে তোলা যায়। নিয়ম করে রক্তসঞ্চালন ও অন্যান্য ওষুধ ও জটিলতার সম্মুখীন হতে হয় না।”
দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতা সহ পূর্ব ভারতে আন্তর্জাতিক রূপরেখা মেনে চিকিৎসা করা হয়। খরচ অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মোট ২৩ টি কেন্দ্রে বোনম্যারো প্রতিস্থাপন করা হয়। শুক্র ও শনিবার রাজারহাটের একটি হোটেলে কলকাতার এই সম্মেলনে সংশ্লিষ্ট সব ক’টি কেন্দ্র অংশগ্রহণ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত