ঐন্দ্রিলার চক্রবর্তীর উপন্যাস 'রোজালিয়া ছায়া' প্রকাশিত
কলকাতা, ৩১ জুলাই (হি. স.) : এই মুহূর্তে সে থাকে সংযুক্ত আরব আমীর শাহীতেই। অথচ কলকাতাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আবু ধাবি কন্যার পুস্তক প্রকাশ হল। এয়োদশীর রচিত দ্বিতীয় পুস্তক তথা নতুন উপন্যাসের নাম- রোজালিয়া ছায়া। প্রেস ক্লাব কলকাতা''কে এর জন্য ব
কিশোরী কন্যা ঐন্দ্রিলার প্রথম উপন্যাস রোজালিয়া ছায়া প্রকাশিত


কলকাতা, ৩১ জুলাই (হি. স.) : এই মুহূর্তে সে থাকে সংযুক্ত আরব আমীর শাহীতেই। অথচ কলকাতাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আবু ধাবি কন্যার পুস্তক প্রকাশ হল। এয়োদশীর রচিত দ্বিতীয় পুস্তক তথা নতুন উপন্যাসের নাম- রোজালিয়া ছায়া। প্রেস ক্লাব কলকাতা'কে এর জন্য বেছে নেওয়া হয়েছিল। এদিন কিশোরী লেখিকা জানায়, ২ বছর লিখতে সময় লেগেছে। কল্পনার জগতেই সে স্বচ্ছন্দে বিচরণ করে থাকে। এইভাবে সে বড় হয়েছে। নবম শ্রেণির পাঠরতা অটোগ্রাফ সহ বিলি করেছে ৫২১ পাতার লেখা বই। পুস্তকের আবরণ উন্মোচন পর্বে অভিনেতা ভাস্বর চ্যাটার্জি ছাড়াও প্রেস ক্লাব কলকাতার সম্পাদক কিংশুক প্রামাণিক উপস্থিত ছিলেন। আয়োজক - কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট। এই সংস্থার সম্পাদক উমা ভট্টাচার্য বলেন, লেখিকার উৎসাহ ও উদ্দীপনার জন্য রোমাঞ্চিত। এর রেশ টেনেই ওই প্রসঙ্গে ঐন্দ্রিলার বাবা মণিশঙ্কর চক্রবর্তী বললেন, এর আগে ১১ বছর বয়সে দ্য আডভেঞ্চারস আফ দ্য লিজেন্ডারি কুইন - প্রথম লেখা বই প্রকাশিত হয়েছে। উপন্যাস তবে এই প্রথম। উল্লেখ্য, এমিরেটস লিটারেচার ফাউন্ডেশন ও দুবাই'তে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে সম্মান প্রদান করে। ভারতের মাটিতেও সে ইয়ং রাইটার্স কম্পিটিশনে তৃতীয় স্থান জয় করেছে বলে জানিয়ে দিল। প্রসঙ্গত, কলকাতায় কলেজ স্ট্রিটে এবং অনলাইনে আমাজন ও ফ্লিপকার্টে তা কিনতে পাওয়া যাবে। বিনিময় মূল্য - ৬৪২ টাকা। ওই কিশোরীর উপন্যাস মিলবে শহরেও।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande