জলঙ্গি, ৩১ আগস্ট (হি.স.): জলের তোড়ে সরে গিয়েছিল মাটি। আর তার জেরে বছরখানেক ধরেই ঝুলে থাকা অবস্থায় ছিল ঢালাই রাস্তা। রবিবার সকালে হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঝুলে থাকা সেই রাস্তা। জলঙ্গির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাজীপাড়া এলাকার ঘটনা।
এর ফলে সকাল থেকেই জলঙ্গির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাজীপাড়া এলাকায় ওই পথে যাতায়াত আপাতত বন্ধ। গ্রামবাসীদের অভিযোগ, গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ