সাফাই কর্মীদের কর্মচ্যুতি নিয়ে আইজিএম হাসপাতালে উত্তেজনা
আগরতলা, ১ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার আগরতলার আইজিএম হাসপাতালে পরিচ্ছন্নতা পরিষেবা নতুন কোম্পানিতে স্থানান্তরের পর বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। গতকাল চুক্তি শেষ হওয়া পূর্ববর্তী সাফাই কর্মীরা নতুন টেন্ডারের আওতায় চাকরি অব্যাহত রাখার জন্য অনুরোধ কর
সাফাই কর্মীদের কর্মচ্যুতি নিয়ে আইজিএম হাসপাতালে উত্তেজনা


আগরতলা, ১ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার আগরতলার আইজিএম হাসপাতালে পরিচ্ছন্নতা পরিষেবা নতুন কোম্পানিতে স্থানান্তরের পর বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। গতকাল চুক্তি শেষ হওয়া পূর্ববর্তী সাফাই কর্মীরা নতুন টেন্ডারের আওতায় চাকরি অব্যাহত রাখার জন্য অনুরোধ করছিলেন। তবে, নবনিযুক্ত সংস্থা তাঁদের রাখতে অস্বীকৃতি জানায়, ফলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, নতুন সংস্থাটি রেজিস্ট্রেশন ফি-এর আড়ালে প্রাক্তন কর্মীদের প্রত্যেকের কাছ থেকে ৫৯০ টাকা দাবি করেছে বলে অভিযোগ করা হয়েছে - যা উত্তেজনাকে আরও বাড়িয়েছে। এর প্রতিক্রিয়ায়, বিএমএস (ভারতীয় মজদুর সংঘ) এর নেতারা কর্মচ্যুত শ্রমিকদের সমর্থন এবং তাঁদের অভিযোগের সমাধানের জন্য এগিয়ে আসেন।

নতুন সংস্থার কর্মকর্তারা হাসপাতাল প্রাঙ্গণের ভিতরে প্রাক্তন কর্মী এবং বিএমএস প্রতিনিধি উভয়ের উপর আকস্মিক আক্রমণ শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হয়। এর ফলে বিশৃঙ্খলা দেখা দেয়, যার ফলে হাসপাতালের করিডোরে উত্তেজনা দেখা দেয়। পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে তিনজন আহত হন এবং তাদের চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও, আইজিএম হাসপাতালে এখনও উত্তেজনা ও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande