হাফলং (অসম), ১ সেপ্টেম্বর (হি.স). : বিহারে ভোটের অধিকার যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে উদ্দেশ্য করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা আশালীন মন্তব্যের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে সোমবার ডিমা হাসাও জেলা বিজেপি এক প্রতিবাদী মিছিল বের করে উত্তাল করে তুলে সমগ্র শহর। বিজেপির নেতা কর্মীরা হাতে হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হয়ে কংগ্রেস মুর্দাবাদ, রাহুল গান্ধী মুর্দাবাদ, রাহুল গান্ধী গো ব্যাক এ সব স্লোগানে উত্তাল করে তুলে সমগ্র পরিবেশ।
হাফলং অটল বিহারী বাজপেয়ী ভবন থেকে প্রতিবাদী মিছিল শহর পরিক্রমা করে হাফলং জেলা কমিশনার কার্যালয়ের সন্মুখে গিয়ে শেষ হয়। সোমবার কংগ্রেসের বিরুদ্ধে এই প্রতিবাদী মিছিলে শামিল হয়েছেন ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি ধৃতি থাওসেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের কার্যনির্বাহী সদস্য ধনপাইনন থাওসেন, প্রবীতা জহরি সহ বিজেপির নেতা কর্মীরা।
ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি ধৃতি থাওসেন বলেন, রাহুল গান্ধী তথা কংগ্রেসের মহিলাদের প্রতি এই ধরনের অপমান সূচক মন্তব্য সহ্য করা হবে না। রাহুল গান্ধীকে ভুল স্বীকার করে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করে রাহুল গান্ধীকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন জেলা বিজেপির সভাপতি ধৃতি থাওসেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব