কলকাতা, ৪ সেপ্টেম্বর, (হি.স.): “কলকাতা থেকে ৬৬৮৮ টি বানিজ্যিক সংস্থা তাদের সদর দফতর সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গিয়েছে।” বৃহস্পতিবার এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।দলীয় দফতর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের কাছে শিল্প বলতে এখন শুধুমাত্রই আছে বেআইনিভাবে বালির খাদান আর পাথরের খাদানগুলো। আবগারি আর লটারির মাধ্যমে এই সরকার টাকা তুলেছে। আর এই বেআইনি কাজকর্ম থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই বিধানসভায় অধিবেশন ডাকা হয়েছে।
শমীকবাবু বলেন, বিহারে এসআইআর হচ্ছে, আর ভয় পাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যে আচরণ করছেন, যে ভাষা ব্যবহার করছেন, যেভাবে বিধানসভা পরিচালনা করার চেষ্টা করছেন তা ধিক্কারজনক। যে বিরোধী নেতা প্রতিবাদ করতে যাচ্ছেন, স্পিকার তাঁকে সাসপেন্ড করে দিচ্ছেন।
শমীকবাবু বলেন, যখন মুখ্যমন্ত্রী বলছেন বিরোধীরা যখন কথা বলবে তখন তাদের কথা বলতে দেবেন না আর সেটা স্পিকার শুনছেন। এটা কোনো সুস্থ রাজ্যের চিত্র নয়। এই ধরনের স্পিকার কোনো রাজ্যে নেই। এর মধ্যে দিয়ে বোঝা যায় পশ্চিমবঙ্গে একপ্রকার অনাচার শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত