বাসন্তী , ৪ সেপ্টেম্বর (হি.স.) : তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাসন্তীর মসজিদবাটি এলাকার ঘটনা। পঞ্চায়েত সদস্য মাধব হালদারকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ পঞ্চায়েত প্রধান গৌর সর্দার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ জানান পঞ্চায়েত সদস্য মাধব।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গৌর। তিনি বলেন, “মাধব ইদানিং বিজেপি দল করছে। তাঁর নিজের বুথেও তৃণমূল হেরেছে গত লোকসভা ভোটে। মাধবের অভিযোগ মিথ্যা।” মাধবের অভিযোগ বিগত বেশ কিছুদিন ধরেই গৌর তাঁকে এড়িয়ে চলছে। তাই এলাকার কোনও উন্নয়নের কাজে বা পঞ্চায়েতের কর্মসূচিতে ডাকছেন না তাঁকে। এ বিষয়ে বিধায়ক ও জেলা পরিষদের সভাপতিকে জানিয়েছেন তিনি। তাঁদেরকে জানিয়েও কোনও লাভ তো হয়নি উল্টে সেই খবর গৌরের কানে যেতে তিনি আরও খেপেছেন। মাধব বলেন, “আমি লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছি, তাই থানায় অভিযোগ জানালাম। এ সবের পিছনে পঞ্চায়েত প্রধানের হাত রয়েছে।” গৌর বলেন, “ আমাকে মিথ্যা বদনাম করা হচ্ছে, আমার সম্মানহানি করা হয়েছে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা