গার্ধাং এস বি স্কুলের উদ্যোগে নিপুন র‌্যালি
শান্তিরবাজার (ত্রিপুরা), ৪ সেপ্টেম্বর (হি.স.) : নিপুন ত্রিপুরা মিশনের তৃতীয় বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষা দফতরের উদ্যোগে তিন মাসব্যাপী গুচ্ছ কর্মসূচী নেওয়া হয়। এই কর্মসূচীর মধ্যে রয়েছে শিক্ষক অভাভাবক আলোচনাসভা, ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষ
নিপুন কর্মসূচী


শান্তিরবাজার (ত্রিপুরা), ৪ সেপ্টেম্বর (হি.স.) : নিপুন ত্রিপুরা মিশনের তৃতীয় বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষা দফতরের উদ্যোগে তিন মাসব্যাপী গুচ্ছ কর্মসূচী নেওয়া হয়। এই কর্মসূচীর মধ্যে রয়েছে শিক্ষক অভাভাবক আলোচনাসভা, ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে শিক্ষা প্রদানের বিশেষ দিকগুলি আলোচনা করা ও র‌্যালি সংঘটিত করা।

এই কর্মসূচীর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার গার্ধাং এসবি স্কুলে অনুষ্ঠিত হয় নিপুন র‌্যালি। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিভিন্ন পোশাক পরিধান করিয়ে সাজিয়ে তোলে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে এই র‌্যালি সংঘটিত করা হয়। বিদ্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে গার্ধাং কালীবাজারে কালীমন্দির প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়।

বিদ্যালয়ের শিক্ষক সুব্রত সরকারের প্রচেষ্টায় সুন্দরভাবে এই র‌্যালিটি করা হয়। র‌্যালির বিভিন্ন দিকগুলি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক প্রণব সরকার। তিনি জানান, শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের অধীনে সমস্ত বিদ্যালয়ে এই কর্মসূচী পালন করা হচ্ছে। আজকের র‌্যালিতে উপস্থিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande