চোলাই মদের কারখানা গুড়িয়ে দিল কদমতলা থানার পুলিশ
কদমতলা (ত্রিপুরা), ১ সেপ্টেম্বর (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ। মহেশপুর পুরানগারদ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি চোলাই মদের কারখানা ধ্বংস করে দেয়। বেআইনি এই কারখ
মদের কারখানা গুড়িয়ে দিল পুলিশ


কদমতলা (ত্রিপুরা), ১ সেপ্টেম্বর (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ। মহেশপুর পুরানগারদ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি চোলাই মদের কারখানা ধ্বংস করে দেয়। বেআইনি এই কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে চোলাই মদের কারবার চালিয়ে আসছিল। পুলিশ খবর পেয়ে হানা দিয়ে কারখানাটি ধ্বংস করলেও কাউকে আটক করতে পারেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরণের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও সতর্কবার্তা দিয়েছে কদমতলা থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande