শিলিগুড়ি, ১ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার শিলিগুড়ির নকশালবাড়ির নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয় থেকে একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিন স্কুল খোলার পর থেকেই দুর্গন্ধ আসছিল বলে জানা গেছে। স্কুল প্রশাসন তল্লাশি শুরু করে। এরপর স্কুলের গুদাম থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। যেখানে সবুজ সাথীর সাইকেল রাখা হয়েছিল। খবর পাওয়ার সাথে সাথে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফরেনসিক দল না আসা পর্যন্ত স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। খবর লেখা পর্যন্ত মৃতদেহটির পরিচয় জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি