মুম্বই, ১ সেপ্টেম্বর (হি.স.): মারাঠা নেতা মনোজ জারঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস যদি মারাঠা সম্প্রদায়ের সংরক্ষণের দাবি না শোনেন, তাহলে ৫ কোটিরও বেশি মারাঠা মুম্বইয়ে জড়ো হবেন প্রতিবাদের জন্য। মুম্বইয়ের আজাদ ময়দানে মারাঠাদের জন্য সংরক্ষণের দাবিতে মনোজের অনশন আন্দোলন সোমবার চতুর্থ দিনে পড়েছে।
মনোজের দাবি, মুখ্যমন্ত্রী ফড়নবিসই সংরক্ষণ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে গড়িমসি করছেন। তিনি বলেন, সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। রাজ্য সরকারকে শুধু মারাঠাওয়াড়ার সমস্ত মারাঠাদের কুনবি হিসেবে ঘোষণা করতে হবে। সংরক্ষণের শংসাপত্র বিতরণ জেলাশাসক এবং তহসিলদাররাই করতে পারেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ