উদয়পুর (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি. স.) : গোপন খবরের ভিত্তিতে গোমতী জেলার উদয়পুরে রাধা কিশোর পুর থানার পুলিশ জেল রোডস্থিত 'ইম্পেরিয়াল' হোটেল থেকে সাত জন যুবককে ধরে নিয়ে আসে থানায়। পরবর্তী সময়ে পুলিশ জানিয়েছে সাতজন যুবককে জুয়া খেলার আসর বসানোর অভিযোগে গ্ৰেফতারর করা হয়েছে।
মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস বলেন, সাতজন যুবক মিটিংয়ের জন্য জেল রোডস্থিত 'ইম্পেরিয়াল' হোটেলের ১০৭ নম্বর রোম বুক করেছে। রোম বুক করে সেখানে তারা জুয়ার আসর বসিয়েছে। তাদের কাজ থেকে এক লক্ষ চব্বিশ হাজার চারশ পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়েছে।
কিন্তু মহকুমা পুলিশ আধিকারিক ধৃতদের বাড়ি কোথায় কিংবা তাদের নাম প্রকাশ করেননি। সূত্র মারফত জানা গিয়েছে তাদের বাড়ি গোমতী জেলার তৈদু এলাকায়। তারা হল অজয় দেববর্মা, সামুল কাইপেং, রেসিয়া কাইপেং, লালেং কাইপেং, জনসন দেববর্মা, হিয়ারেন এিপুরা এবং গোমতী মিম কাইপেং।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ