মুম্বই ,৩১ জুলাই (হি.স.) : অপেক্ষার অবসান হতে চলেছে ‘ওয়ার ২’-এর দর্শকদের। বহু প্রতীক্ষিত বৃহস্পতিবার এই অ্যাকশন থ্রিলার ছবির প্রথম গান ‘আভান জাভান’ মুক্তি পেয়েছে। গানটি মুক্তি পাওয়ার পরই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। গানটির মূল আকর্ষণ ঋত্বিক রোশন ও কিয়ারা আডবাণীর অনস্ক্রিন কেমিস্ট্রি।
এই ছবির মাধ্যমেই দক্ষিণের তারকা জুনিয়র এনটিআর বলিউডে পা রাখছেন, তাও আবার ভিলেনের চরিত্রে। গানে ঋত্বিক-কিয়ারার জুটি যেন দর্শকের মনে দাগ কেটে যাচ্ছে।
ওয়াইআরএফ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার কিয়ারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে গানটি যা তাঁর ভক্তদের জন্য একপ্রকার উপহার। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও নিখিতা গান্ধী। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। অয়ন মুখার্জির পরিচালনায় তৈরি ‘ওয়ার ২’ আসছে ১৪ আগস্ট, ২০২৫-এ। প্রযোজক আদিত্য চোপড়া। হিন্দি ছাড়াও ছবিটি মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষাতেও।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন