তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩১ জুলাই (হি.স.) : ত্রিপুরা সরকারের মৎস্য দফতরের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরে খোয়াই নদীতে মাছের পোনা মজুত করা হয়। তেলিয়ামুড়া মহকুমার বাহাদুর সর্দার পাড়া এলাকায় খোয়াই নদীতে এই পোনা ছাড়ার কাজ সম্পন্ন হয়।
মৎস্য দফতরের তরফে জানানো হয়েছে, নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা এবং মাছচাষের সম্প্রসারণে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলিয়ামুড়া মৎস্য তত্ত্বাবধায়ক চম্পা পালের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বৈদ্যুতিক জালের (ইলেকট্রিক কারেন্ট) ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। কারণ এই পদ্ধতি মাছের জীবনচক্রে মারাত্মক ক্ষতি করে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক ওয়াথারাই মলসুস, রশিদ মিয়া, গোপাল দাস সহ অন্যান্যরা। মন্ত্রী বিকাশ দেববর্মা খোয়াই নদীর জলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন। তিনি জানান, প্রায় ১,৮৪,০০০ মাছের পোনা এই প্রকল্পের আওতায় নদীতে ছাড়া হয়েছে।
মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “এই পোনা বড় হলে আমাদের জেলেরা মাছ ধরার মাধ্যমে উপার্জনের সুযোগ পাবেন। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে রাজ্যের মৎস্য দফতর জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রকল্প নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই মাছচাষে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das