ডুরান্ড কাপ ২০২৫: শুরু ২২ জুলাই, ইন্দোনেশিয়া আর্মি ও লাদাখ এবারের নতুন দল
কলকাতা, ৪ জুলাই (হি.স.) : ২০২৫ সালের ডুরান্ড কাপ নির্ধারিত সময়সূচী অনুসারেই অনুষ্ঠিত হবে ২২ জুলাই থেকে ২৩ আগস্ট। ৫টি রাজ্যের ৬ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রাজ্য গুলি হল-পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয় এবং আসাম। এবার টুর্নামেন্টে নতুন দল হিসেবে অ
ডুরান্ড কাপ ২০২৫ শুরু ২২ জুলাই,নতুন দলগুলির মধ্যে আছে ইন্দোনেশিয়া আর্মি ও লাদাখ


কলকাতা, ৪ জুলাই (হি.স.) : ২০২৫ সালের ডুরান্ড কাপ নির্ধারিত সময়সূচী অনুসারেই অনুষ্ঠিত হবে ২২ জুলাই থেকে ২৩ আগস্ট। ৫টি রাজ্যের ৬ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রাজ্য গুলি হল-পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয় এবং আসাম। এবার টুর্নামেন্টে নতুন দল হিসেবে অংশ নিচ্ছে ইন্দোনেশিয়ান সেনাবাহিনী ও লাদাখ। ২৪টি দল থাকবে যারা ৬টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এবার টুর্নামেন্টে ১৩টি আইএসএল ক্লাবের মধ্যে মাত্র ৬টি - ইস্ট বেঙ্গল, মোহন বাগান সুপার জায়ান্ট,পঞ্জাব এফসি, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং মোহামেডান স্পোর্টিং তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এই টুর্নামেন্টে যে দলগুলো আসবে তাঁরা হল-বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি, কেন্দ্রশাসিত অঞ্চলের ১ লাদাখ এবং বাংলার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

এছাড়া থাকছে ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩টি দল - সেনা, নৌ এবং বিমান বাহিনী, পাশাপাশি ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ও থাকবে। সীমান্ত সুরক্ষা বাহিনী এবং নেপাল সেনাবাহিনীও এবার যোগ দিতে পারে। শুক্রবার টুর্নামেন্টটির পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে ট্রফিগুলি উন্মোচন করেন।

অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান প্রতিরক্ষা কর্মী (সিডিএস) অনিল চৌহান,ভারতীয় সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী,ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং এবং ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande